General Knowledge Leave a Comment / By admin / May 15, 2025 ***সাধারন জ্ঞান বিষয়ে আপনার জ্ঞানের যাত্রায় স্বাগতম*** 1. বাংলাদেশের কোন বিজ্ঞানী "কলিঙ্গ পুরস্কার" লাভ করেন? ড. জামাল নজরুল ইসলাম ড. কুদরাত-এ-খুদা ড. মুহম্মদ শহীদুল্লাহ ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন None 2. "দহগ্রাম ও আঙ্গরপোতা" ছিটমহল দুটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? মহানন্দা জলঢাকা ধরলা তিস্তা None 3. "বারো ভুঁইয়া"দের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন? চাঁদ রায় ঈশা খাঁ কেদার রায় প্রতাপাদিত্য None 4. "আলজেরিয়া" কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা None 5. "নোবেল শান্তি পুরস্কার" কোন শহর থেকে দেওয়া হয়? অসলো হেলসিঙ্কি স্টকহোম কোপেনহেগেন None 6. "মনপুরা ৭০" কী? একটি চলচ্চিত্র একটি ভাস্কর্য একটি তৈলচিত্র একটি উপন্যাস None 7. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? মুহুরী সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ প্রকল্প None 8. "বাংলার স্কট" নামে কে পরিচিত ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর মীর মশাররফ হোসেন None 9. কোন ইউরোপীয় শক্তি প্রথম চট্টগ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করে? ওলন্দাজ পর্তুগিজ ফরাসি ইংরেজ None 10. "মাদ্রিদ" কোন দেশের রাজধানী? পর্তুগাল ইতালি স্পেন ফ্রান্স None 11. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ সুপিরিয়র হ্রদ টাঙ্গানিকা হ্রদ কাস্পিয়ান সাগর None 12. বখতিয়ার খলজি কোন শতকে বাংলা জয় করেন? ত্রয়োদশ চতুর্দশ একাদশ দ্বাদশ None 13. "হাজারদুয়ারি প্রাসাদ" কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশ কলকাতা, ভারত মুর্শিদাবাদ, ভারত পাটনা, ভারত None 14. স্ট্যাচু অফ লিবার্টি" ফ্রান্স কোন দেশকে উপহার দিয়েছিল? যুক্তরাজ্য কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি None 15. "বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন" কোথায় অবস্থিত? সোনারগাঁও, নারায়ণগঞ্জ ময়নামতি, কুমিল্লা পাহাড়পুর, নওগাঁ মহাস্থানগড়, বগুড়া None 16. "ওরা ১১ জন" চলচ্চিত্রের পরিচালক কে? সুভাষ দত্ত চাষী নজরুল ইসলাম তারেক মাসুদ হুমায়ূন আহমেদ None 17. বাংলাদেশের "দ্বিতীয় বৃহত্তম" উপজাতি কোনটি? সাঁওতাল মারমা চাকমা গারো None 18. "লুফথানসা" কোন দেশের বিমান সংস্থা? অস্ট্রিয়া সুইজারল্যান্ড নেদারল্যান্ডস জার্মানি None 19. "আফ্রিকার শিং" (Horn of Africa) বলতে কোন অঞ্চলকে বোঝায়? পশ্চিম আফ্রিকা দক্ষিণ আফ্রিকা মধ্য আফ্রিকা উত্তর-পূর্ব আফ্রিকা None 20. "চাকমা ভাষায়" নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কী? কিত্তনখোলা মর থেংগারি অজাঁত্রিক হাঙর নদী গ্রেনেড None 21. "ক্যাঙ্গারু" কোন দেশের জাতীয় পশু? কানাডা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া None 22. "ইউরো" মুদ্রা কবে থেকে চালু হয় (নোট ও কয়েন হিসেবে)? ১৯৯৯ ২০০০ ২০০২ ২০০১ 23. "মধুপুর গড়" এর প্রধান বৃক্ষ কী? গর্জন শাল বা গজারি সেগুন সুন্দরী None 24. "বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা" প্রতিষ্ঠার পূর্বে এর অবস্থান কোথায় ছিল? ধানমন্ডি রমনা পার্ক হাইকোর্ট চত্বর শাহবাগ None 25. "ইন্টারপোল" এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস জেনেভা ফ্রান্স কলকাতায় None Please fill in the comment box below. Time's upTime is Up!