Bangla Grammar Leave a Comment / By admin / May 15, 2025 ***বাংলা ব্যাকরণ বিষয়ে আপনার জ্ঞানের যাত্রায় স্বাগতম*** 1. 'দক্ষ > দক্খ' – এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ? বিষমীভবন ব্যঞ্জনদ্বিত্ব সমীভবন (পরাগত) সমীভবন (প্রগত) None 2. 'হা' উপসর্গটি 'হাভাত' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়? উৎকৃষ্ট অভাব বিপরীত পর্যন্ত None 3. গঠন অনুসারে শব্দ কত প্রকার? চার প্রকার তিন প্রকার দুই প্রকার পাঁচ প্রকার None 4. 'মনমাঝি' কোন সমাসের উদাহরণ? রূপক কর্মধারয় উপমান কর্মধারয় মধ্যপদলোপী কর্মধারয় উপমিত কর্মধারয় None 5. "যিনি পরের উপকার করেন, তাঁকেই সবাই শ্রদ্ধা করে।" – এই বাক্যে 'যিনি' এবং 'তাঁকেই' কোন প্রকার সর্বনাম? সমষ্টিবাচক সাপেক্ষ আত্মবাচক নির্দেশক None 6. ‘একেই বলে ভাগ্য!’ – এখানে ‘একেই’ পদটি কোন প্রকার সর্বনামের উদাহরণ? অনির্দেশক নির্দেশক সাকল্যবাচক ব্যতিহারিক None 7. 'পঙ্কজ' শব্দটি কোন শ্রেণীর শব্দের উদাহরণ? যোগরূঢ় রূঢ়ি মৌলিক যৌগিক None 8. ‘অর্ধচন্দ্র’ (গলাধাক্কা অর্থে) শব্দটি কোন শব্দশ্রেণির অন্তর্গত? যৌগিক রূঢ়ি যোগরূঢ় মৌলিক None 9. কোন ক্ষেত্রে 'ষ' ব্যবহৃত হয় না? ট-বর্গীয় ধ্বনির পূর্বে বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণে ঋ-কার বা র-ফলার পর অ, আ ভিন্ন স্বরধ্বনির পর None 10. কোন ক্ষেত্রে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি প্রযুক্ত হয়? অবধি বা পর্যন্ত অর্থে দূরত্ব জ্ঞাপনে প্রয়োজন বোঝাতে হেতু অর্থে None 11. 'দোলনা' শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? সংস্কৃত প্রত্যয় কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয় বিদেশি প্রত্যয় None 12. 'হাভাত' কোন সমাসের উদাহরণ? কর্মধারয় বহুব্রীহি তৎপুরুষ অব্যয়ীভাব None 13. ‘শৈথিল্য’ শব্দে কোন তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে? -ষ্ণ্য -ষ্ণিক -ষ্ণ -তা None 14. 'যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে' – এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য জটিল বাক্য অনুজ্ঞাসূচক বাক্য যৌগিক বাক্য None 15. 'সতীর্থ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যধিকরণ বহুব্রীহি সহাৰ্থক বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি সমানাধিকরণ বহুব্রীহি None 16. 'অপিনিহিতি'-র প্রভাবে কোন শব্দটি গঠিত হয়েছে? আজি > আইজ বিলাত > বিলিতি রত্ন > রতন সত্য > সত্যি None 17. বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা যথাক্রমে– ১১ ও ৩৯ ১০ ও ৪০ ১২ ও ৩৮ ১১ ও ৪০ None 18. ‘নীলাম্বর’ শব্দটি কোন প্রকার বিশেষণের উদাহরণ? অবস্থাবাচক বহুপদী বিশেষণ উপাদানবাচক গুণবাচক None 19. ‘আমমোক্তার’ শব্দে ‘আম’ উপসর্গটি কোন ভাষার? ফারসি পর্তুগিজ আরবি বাংলা None 20. 'মহাযাত্রা' (মৃত্যু অর্থে) শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত? রূঢ়ি শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ যোগরূঢ় শব্দ None 21. ‘তোমাকে এ কাজ করতেই হবে’ – এই বাক্যে অসমাপিকা ক্রিয়া কোনটি? করতেই হবে কোনোটিই নয় করতে None 22. 'দিবারাত্রির কাব্য' – এটি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারয় ষষ্ঠী তৎপুরুষ অলুক দ্বন্দ্ব ব্যাখ্যামূলক দ্বন্দ্ব None 23. কর্তৃবাচ্যে ক্রিয়ার কাল ও পুরুষ কাকে অনুসরণ করে? বিধেয়কে কর্তাকে কর্মকে অনুষঙ্গকে None 24. 'শৈশব' কোন প্রকার বিশেষ্য পদ? গুণবাচক জাতিবাচক সংজ্ঞাবাচক সমষ্টিবাচক None 25. 'যত গর্জে তত বর্ষে না' – এখানে 'যত' ও 'তত' কোন ধরনের সর্বনাম? অনির্দেশক নির্দেশক সাপেক্ষ আত্মবাচক None Please fill in the comment box below. Time's upTime is Up!