World Leave a Comment / By admin / May 15, 2025 ***বিশ্বজ্ঞান অনুসন্ধানে আপনাকে স্বাগতম*** 1. "ইউফ্রেটিস ও টাইগ্রিস" নদী দুটি কোন প্রাচীন সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? সিন্ধু সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা মিশরীয় সভ্যতা চীনা সভ্যতা None 2. সমুদ্র সৈকতে পর্যায়ক্রমিক জোয়ার-ভাটার (tides) প্রধান কারণ কী? পৃথিবীর ঘূর্ণন চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ বায়ুপ্রবাহ সমুদ্রের তলদেশের ভূমিকম্প None 3. আফ্রিকার কোন অঞ্চলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনভূমি (Rainforest) অবস্থিত? মাদাগাস্কার দ্বীপে সাহারা মরুভূমির প্রান্তে কঙ্গো নদী অববাহিকায় কালাহারি মরুভূমিতে None 4. "ভিক্টোরিয়া জলপ্রপাত" কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? ব্রাজিল ও আর্জেন্টিনা কানাডা ও যুক্তরাষ্ট্র কেনিয়া ও তানজানিয়া জাম্বিয়া ও জিম্বাবুয়ে None 5. "ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে" কোন দুটি প্রধান প্রান্তকে সংযুক্ত করেছে? সেন্ট পিটার্সবার্গ ও ইরকুটস্ক মস্কো ও ভ্লাদিভস্তক কিয়েভ ও ভ্লাদিভস্তক মস্কো ও বেইজিং None 6. "পার্থেনন" নামক বিখ্যাত প্রাচীন মন্দিরটি কোন গ্রিক দেবীকে উৎসর্গ করা হয়েছিল? অ্যাপোলো এথেনা জিউস হেরা None 7. দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী? সেডি শিলিং র্যান্ড কোয়াচা None 8. "সাহারার চোখ" (Eye of the Sahara) বা "রিচাট স্ট্রাকচার" কোন দেশে অবস্থিত একটি অদ্ভুত ভূতাত্ত্বিক গঠন? মৌরিতানিয়া মিশর আলজেরিয়া লিবিয়া None 9. "খমের রুজ" (Khmer Rouge) কোন দেশের ইতিহাসে একটি নৃশংস শাসনের জন্য পরিচিত? থাইল্যান্ড কম্বোডিয়া লাওস ভিয়েতনাম None 10. "অ্যাজটেক সভ্যতা" বর্তমান কোন দেশের অঞ্চলে বিকাশ লাভ করেছিল? কলম্বিয়া ব্রাজিল পেরু মেক্সিকো None 11. "দ্য সিল্ক রুট" নামটি কে প্রথম ব্যবহার করেন? ইবনে বতুতা ফার্ডিনান্ড ভন রিখথোফেন ঝেং হে মার্কো পোলো None 12. "অপেরা" (Opera) নামক সঙ্গীত-নাট্য ধারাটি কোন দেশে উদ্ভূত হয়েছিল? ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া ইতালি None 13. বন উজাড় (Deforestation) আফ্রিকার বনভূমির জন্য একটি বড় হুমকি। নিচের কোনটি বন উজাড়ের প্রধান কারণ নয়? কৃষিজমির সম্প্রসারণ খনিজ সম্পদ আহরণ অবৈধভাবে কাঠ কাটা নিয়ন্ত্রিত ও টেকসই কাঠ সংগ্রহ None 14. "পিরামিড" কোন প্রাচীন সভ্যতার স্থাপত্যের নিদর্শন? রোমান সভ্যতা গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা None 15. "আর্কটিক সার্কেল" (Arctic Circle) বলতে কোন অক্ষাংশকে বোঝানো হয়? ৬৬.৫° দক্ষিণ ৬৬.৫° উত্তর ২৩.৫° দক্ষিণ ২৩.৫° উত্তর None 16. "নেলসন ম্যান্ডেলা" কত বছর কারাবন্দী ছিলেন? ২৭ বছর ১৭ বছর ৩২ বছর ২২ বছর None 17. "সুপারসনিক" বিমান বলতে কী বোঝায়? শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে সক্ষম বিমান শুধুমাত্র সামরিক কাজে ব্যবহৃত বিমান শব্দের চেয়ে কম গতিতে উড়তে সক্ষম বিমান চালকবিহীন বিমান None 18. "সাভানা" তৃণভূমি সাধারণত কোন ধরনের জলবায়ু অঞ্চলে দেখা যায়? তুন্দ্রা অঞ্চল নাতিশীতোষ্ণ সামুদ্রিক অঞ্চল শীতল মরুপ্রায় অঞ্চল উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় অঞ্চল যেখানে শুষ্ক ও বর্ষা ঋতু বিদ্যমান None 19. সুইজারল্যান্ডের প্রচলিত মুদ্রার নাম কী? ফ্রাঙ্ক লিরা ক্রোনা ইউরো None 20. অ্যামাজন বনে বসবাসকারী কোন বৃহৎ শিকারী বিড়ালটিকে সেখানকার খাদ্য শৃঙ্খলের শীর্ষে বিবেচনা করা হয়? জাগুয়ার চিতা সিংহ বাঘ None 21. জাপানের মুদ্রার নাম কী এবং জাপানের সরকারি ভাষা কোনটি? রুবেল ওন ইউয়ান ইয়েন None 22. "ফকল্যান্ড যুদ্ধ" (Falklands War) কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? আর্জেন্টিনা ও চিলি যুক্তরাজ্য ও স্পেন যুক্তরাষ্ট্র ও পানামা যুক্তরাজ্য ও আর্জেন্টিনা None 23. "ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব" (WWW) এর উদ্ভাবক কে? ল্যারি পেজ স্টিভ জবস বিল গেটস টিম বার্নার্স-লি None 24. "আন্তর্জাতিক মুদ্রা তহবিল" (IMF) এর প্রধান কাজ কী? সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা রক্ষা ও সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান পরিবেশগত ভারসাম্য রক্ষা None 25. পৃথিবীর কোন বায়ুমণ্ডলীয় স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে এবং বেতার যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ? স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার আয়নোস্ফিয়ার মেসোস্ফিয়ার None Please fill in the comment box below. Time's upTime is Up!