Quiz on Bangla Grammar ***বাংলা ব্যাকরণ বিষয়ে আপনার জ্ঞানের যাত্রায় স্বাগতম*** 1. ‘হ্ম’ এই যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? হ্ + ম ক্ +ষ্ + ম ম্ + হ ক্ + ষ None 2. কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ? সে বই পড়ে জ্ঞানার্জন করে (পড়ে) সে খায় পড়েছি আমি যাব None 3. 'সন্দেশ' (মিষ্টান্ন অর্থে) শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত? রূঢ়ি শব্দ যোগরূঢ় শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ None 4. 'বেহেড' শব্দে 'বে' কোন ভাষার উপসর্গ? আরবি হিন্দি উর্দু ফারসি None 5. 'উপনদী' শব্দে 'উপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সামীপ্য বিশেষ ক্ষুদ্র অভাব None 6. ‘সস্ত্রীক’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? সমানাধিকরণ বহুব্রীহি ব্যধিকরণ বহুব্রীহি সহার্থক বহুব্রীহি মধ্যপদলোপী বহুব্রীহি None 7. ‘চাবি’ কোন ভাষার শব্দ? গুজরাটি ফরাসি ওলন্দাজ পর্তুগিজ None 8. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি ফারসি আরবি পর্তুগিজ None 9. নিচের কোনটি ফারসি উপসর্গযোগে গঠিত শব্দ নয়? কমবখত আকণ্ঠ বরখাস্ত বেমালুম None 10. ‘অর্ধচন্দ্র’ (গলাধাক্কা অর্থে) শব্দটি কোন শব্দশ্রেণির অন্তর্গত? মৌলিক যোগরূঢ় যৌগিক রূঢ়ি None 11. 'আকাঙ্ক্ষা', 'আসত্তি' ও 'যোগ্যতা' – এ তিনটি কিসের গুণ? পদের ধ্বনির সমাসের বাক্যের None 12. 'উচ্ছৃঙ্খল' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উদ্ + শৃঙ্খল উচ্ + শৃঙ্খল উৎ + শৃঙ্খল উৎ + ছৃঙ্খল None 13. 'উন্নীত' শব্দের 'উন্' উপসর্গটি কী নির্দেশ করে? সম্যক রূপে অভাব উৎকর্ষ বা আধিক্য বিপরীত None 14. যৌগিক স্বরধ্বনি কোন দুটি? এ, ও ই, উ অ, আ ঐ, ঔ None 15. 'হাভাত' কোন সমাসের উদাহরণ? কর্মধারয় অব্যয়ীভাব বহুব্রীহি তৎপুরুষ None 16. ‘রিকশা’ কোন ভাষার শব্দ? ইংরেজি ফারসি জাপানি পর্তুগিজ None 17. 'হা' উপসর্গটি 'হাভাত' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়? অভাব পর্যন্ত বিপরীত উৎকৃষ্ট None 18. ‘আমমোক্তার’ শব্দে ‘আম’ উপসর্গটি কোন ভাষার? পর্তুগিজ ফারসি বাংলা আরবি None 19. ‘নীলাম্বর’ শব্দটি কোন প্রকার বিশেষণের উদাহরণ? অবস্থাবাচক বহুপদী বিশেষণ গুণবাচক উপাদানবাচক None 20. 'ণত্ব বিধান' অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ? ব্রাক্ষ্মণ কৃপণ কারণ হরিণ None 21. "সমাস" শব্দের অর্থ কী? মিলন সংক্ষেপণ সংযোজন বিশ্লেষণ None 22. কোন বাক্যে ভাববাচ্যের কর্তায় প্রথমা বিভক্তি ব্যবহৃত হয়েছে? আমার খাওয়া হলো না। তোমাকে যাওয়া হবে। এ পথে চলা যায় না। তার আসা হবে। None 23. কর্তৃবাচ্যে ক্রিয়ার কাল ও পুরুষ কাকে অনুসরণ করে? কর্মকে অনুষঙ্গকে কর্তাকে বিধেয়কে None 24. ‘অন্যান্য’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে? অন্য + নান্য অন্য + অন্য অনু + আয় অন্যঃ + অন্য None 25. কোন ক্ষেত্রে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি প্রযুক্ত হয়? হেতু অর্থে প্রয়োজন বোঝাতে দূরত্ব জ্ঞাপনে অবধি বা পর্যন্ত অর্থে None Please fill in the comment box below. Time's upTime is Up!