Quiz on General Knowledge ***সাধারন জ্ঞান বিষয়ে আপনার জ্ঞানের যাত্রায় স্বাগতম*** 1. "পোল্যান্ড" এর মুদ্রার নাম কী? ক্রোনার ফোন্ট জ্লটি ইউরো None 2. "গণহত্যা জাদুঘর" (Genocide Museum) কোথায় অবস্থিত? ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম None 3. বাংলাদেশের একমাত্র "কৃষি বিশ্ববিদ্যালয়" ময়মনসিংহে কত সালে স্থাপিত হয়? ১৯৭৩ ১৯০১ ১৯৭১ ১৯৬১ None 4. "G7" এর সদস্য নয় কোন দেশ? রাশিয়া ইতালি জাপান কানাডা None 5. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির প্রথম সুরকার কে? আব্দুল লতিফ আবদুল গাফফার চৌধুরী আলতাফ মাহমুদ সমর দাস None 6. "চাকমা ভাষায়" নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কী? অজাঁত্রিক মর থেংগারি কিত্তনখোলা হাঙর নদী গ্রেনেড None 7. "মাইক্রোসফট" এর প্রতিষ্ঠাতা কে ? বিল গেটস মার্ক জাকারবার্গ স্টিভ জবস ল্যারি পেজ None 8. "ভিটামিন সি" এর অভাবে কোন রোগ হয়? স্কার্ভি বেরিবেরি রাতকানা রিকেটস None 9. "ওয়াল স্ট্রিট" কোন শহরে অবস্থিত? লন্ডন নিউইয়র্ক টোকিও ফ্রাঙ্কফুর্ট None 10. "লাহোর প্রস্তাব" কে উত্থাপন করেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী খাজা নাজিমুদ্দিন এ. কে. ফজলুল হক মুহাম্মদ আলী জিন্নাহ None 11. "নাসা" (NASA) এর সদর দপ্তর কোথায়? হিউস্টন, টেক্সাস পাসাডেনা, ক্যালিফোর্নিয়া কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা ওয়াশিংটন ডিসি None 12. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর বৈকাল হ্রদ সুপিরিয়র হ্রদ টাঙ্গানিকা হ্রদ None 13. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস None 14. "হেলসিঙ্কি" কোন দেশের রাজধানী? ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে None 15. "ফিফা" (FIFA) এর সদর দপ্তর কোথায়? জুরিখ, সুইজারল্যান্ড ব্রাসেলস, বেলজিয়াম লন্ডন, যুক্তরাজ্য প্যারিস, ফ্রান্স None 16. "বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি" কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৭২ ১৮৫৭ ১৭৮৪ ১৯৫২ None 17. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্যাপ্টেন এম মনসুর আলী সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দীন আহমদ None 18. "হোয়াইট হাউস" এ বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে? টমাস জেফারসন জন অ্যাডামস আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন None 19. "গৌড়" নগরীর ধ্বংসাবশেষ বাংলাদেশের কোন জেলায় এবং ভারতের কোন জেলায় পাওয়া যায়? চাঁপাইনবাবগঞ্জ ও মালদহ দিনাজপুর ও কোচবিহার রাজশাহী ও মুর্শিদাবাদ বগুড়া ও জলপাইগুড়ি None 20. "হোয়াইট হল" কোথায় অবস্থিত? মস্কো লন্ডন ওয়াশিংটন ডিসি প্যারিস None 21. "ইউরো" মুদ্রা কবে থেকে চালু হয় (নোট ও কয়েন হিসেবে)? ২০০১ ২০০০ ২০০২ ১৯৯৯ 22. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? উত্তরা ব্যাংক লিমিটেড আইএফআইসি ব্যাংক লিমিটেড এবি ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেড None 23. "চন্দ্রঘোনা কাগজ কল" কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা কর্ণফুলী হালদা সাঙ্গু None 24. "সাতছড়ি জাতীয় উদ্যান" কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার None 25. "আল জাজিরা" কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? সৌদি আরব মিশর কাতার সংযুক্ত আরব আমিরাত None Please fill in the comment box below. Time's upTime is Up!